ইরফানের আংরেজি মিডিয়ামে আয় কত হলো?

0
262

খুলনাটাইমস বিনোদন: ইরফান খান অভিনীত সিনেমা আংরেজি মিডিয়াম। করোনাভাইরাস আতঙ্কের মাঝেই শুক্রবার মুক্তি পেয়েছে এটি। ২০১৮ সালে নিউরোন্ডোক্রেইন টিউমারে আক্রান্ত হন ইরফান। এই সিনেমার মাধ্যমে প্রায় দুই বছর পর আবারো রুপালি পর্দায় হাজির হয়েছেন তিনি। দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা পেয়েছে আংরেজি মিডিয়াম। তবে বক্স অফিসে খুব বেশি সাড়া মেলেনি। বক্স অফিস ইন্ডিয়ার দেয়া তথ্য অনুযায়ী, প্রথম দিন এই সিনেমার আয় মাত্র ৩.৫০-৩.৭৫ কোটি রুপি। করোনাভাইরাসের কারণে ভারতে সিনেমা হলগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। এর কারণে আয় আরো কমতে পারে বলে ধারণা করছেন বক্স অফিস বিশ্লেষকরা। যদিও করোনাভাইরাসের প্রকোপ কমে গেলে পুনরায় আংরেজি মিডিয়াম মুক্তি দেয়া হবে বলে জানা গেছে। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি মিডিয়াম সিনেমার সিক্যুয়েল আংরেজি মিডিয়াম। বাবা-মেয়ের মধ্যে মধুর বন্ধন নিয়ে এই সিনেমার গল্প তৈরি হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া। ইরফান খান ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেনÑ কারিনা কাপুর, দীপক দব্রিয়াল, ডিম্পল কাপাডিয়া, রাধিকা মদন প্রমুখ। ইতোমধ্যে ইরফান খানকে নিয়ে এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমার ঘোষণা দিয়েছেন প্রযোজক দিনেশ বিজন। সিনেমার নাম হবে চাইনিজ মিডিয়াম। ইরফান রাজি হলেই সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।