ইংলিশ ক্রিকেট রক্ষায় ইসিবির বিশাল প্যাকেজ

0
277

খুলনাটাইমস স্পোর্টস: করোনার দিনগুলিতে ক্রীড়াঙ্গনকে বাঁচাতে বিশাল অর্থ সাহায্য ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কাউন্টি ও ক্লাবগুলি মিলিয়ে এই প্যাকেজের পরিমাণ ৬০ মিলিয়ন পাউন্ড। এই মুহূর্তে ইংল্যান্ডে সব ধরনের ক্রিকেটই বন্ধ। আপাতত এর সময়সীমা ২৮ মে পর্যন্ত। করোনাভাইরাসের মহামারিতেই এমন অচলাবস্থা। এই পরিস্থিতিতে কাউন্টি ও ক্লাবগুলিকে বাঁচিয়ে রাখতে পাশে থাকছে ইসিবি। ১৮টি প্রথম শ্রেণির কাউন্টিগুলোর জন্য থাকছে ৪০ মিলিয়ন পাউন্ড। বাকি ২০ মিলিয়ন পাউন্ড থাকছে তৃণমূল পর্যায়ের ক্লাবগুলোর জন্য। ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন জানিয়েছেন, ‘আমরা জানি এই সময়টা চ্যালেঞ্জিং। তাই আমাদের ক্রিকেট পরিবারকে সহায়তা করা আমাদের প্রধান কর্তব্য। সেটা ইংল্যান্ড ও ওয়েলসের যে কোন পর্যায়ে হোক।’ অবশ্য শুরুতে শোনা গিয়েছিল, বেতন কাটা যেতে পারে জো রুটদের। ইসিবি জানিয়েছে, তেমন কিছু করছে না তারা। তবে এই মহামারি বিরাট আকার ধারণ করলে, সামনে তা আরও বড় সমস্যার সৃষ্টি করবে বলেই সতর্ক করেছেন হ্যারিসন।।