বাটলারের বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে

0
218

খুলনাটাইমস স্পোর্টস: করোনাভাইরাস মোকাবেলায় তারকারা যেভাবে পারছেন, সহায়তার হাত বাড়াচ্ছেন। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তারকা জস বাটলারও এগিয়ে এলেন, তবে ব্যতিক্রমী পন্থায়। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে যে জার্সিটি পড়ে তিনি দলের জয়ে ভূমিকা রেখেছিলেন। সেই জার্সিটি তুলে দিচ্ছেন নিলামে। সুপার ওভার রোমাঞ্চে ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ এনে দিতে অবদান রেখেছেন বাটলার। শেষ বলে যখন দুই রান প্রয়োজন, তখন গাপটিল দ্বিতীয় রানের জন্য দৌড়ালে ছুটে এসে দ্রুত স্টাম্প ভেঙে দেন অভিজ্ঞ এই উইকেটকিপার। তাই ঐতিহাসিক এই স্মারকটি অমূল্যই। নিলামে তুললে সেটি যে উচ্চমূল্য হাঁকাবে, তাতে সন্দেহ নেই। যে অর্থ যাবে লন্ডন ভিত্তিক দুটি হাসপাতালে। টুইটারে একটি ভিডিও পোস্টের মাধ্যমে বাটলার জানান এমন মহত উদ্যোগের কথা, ‘আমি আমার বিশ্বকাপ ফাইনালের জার্সিটি নিলামে তুলছি। রয়্যাল ব্রম্পটন ও হারফিল্ড হাসপাতালে দান করবো এই অর্থ। গত সপ্তাহে তারা জরুরি ভিত্তিতে একটি আবেদন জানিয়েছিল। যাতে করোনা মোকাবেলায় জীবনরক্ষাকারী যন্ত্রপাতি কিনতে মানুষ সহায়তা করে।’ যুক্তরাজ্যও ভয়ানকভাবে মরণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত। আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৪০০ ছাড়িয়েছে। মারা গেছেন ১ হাজার ৪১২জন!