আশাশুনির মরিচ্চাপ নদীর মাঝ বরাবর খননের দাবীর প্রেক্ষিতে মাপ জরিপ

0
306

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দক্ষিণ পশ্চিম এলাকায় মরিচ্চাপ নদী খনন কাজ মরা নদীর মাঝ বরাবর দিয়ে করার দাবীর প্রেক্ষিতে সরকারি ভাবে মাপ জরিপ কাজ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মাপ জরিপ ও পতাকা দিয়ে চিহ্নিত করন করা হয়। বুধহাটা ইউনিয়ন পরিষদের সদস্য মতিয়ার রহমানসহ এলাকার ২৬৫ জন সাধারণ মানুষ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোসাদ্দেকসহ বিভিন্ন পদস্থ ব্যক্তিবর্গের সুপারিশসহ জেলা প্রশাসক বরাবর মরিচ্চাপ নদীর খনন কাজ উভয় পারের দু’টি মৌজার মাঝ বরাবর করার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক এবং পাউবো কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার নিদেশ মত পাউবো-১ ও ২ নং পোল্ডারের সার্ভেয়ার বিমল কৃষ্ণ গাইন ও সার্ভেয়ার আহছানুল হক এবং সহকারী কমিশনার (ভূমি) আশাশুনির সার্ভেয়ার অমল কান্তি ঘোষ এবং স্থানীয় সার্ভেয়ার গোলাম মোস্তফা সরেজমিন মাপ জরিপ করেন। জরিপকালে কুঁন্দুড়িয়া, নৈকাটি, হাজীডাঙ্গা ও চুমুরিয়া মৌজার (মরিচ্চাপ নদীর) মাঝ বরাবর লাল পতাকা উত্তোলন করে সীমানা নির্দ্ধারন করেন। এলাকাবাসীর দাবী বৃহৎ স্বার্থের কথা বিবেচনা করে দু’ মৌজার মাঝ বরাবর ডিএস নকশায় স্বঅবস্থানে নদী খনন করা হোক। এব্যাপারে ইউপি চেয়ারম্যান আ ব ম মোসাদ্দেক বলেন, দু’ মৌজার মাঝ দিয়ে নদী খনন করলে সবদিক দিয়ে উপকার হবে। নদীর ভবিষ্যৎ আরও সুন্দর হবে।