আশাশুনির ঐতিহ্যবাহী গুনাকরকাটি দরবার শরীফে ওরশ ও ফাতেহা শুক্রবার

0
1457

মইনুল ইসলাম, আশাশুনি:
আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে খাইরিয়া আজিজীয়া দরবার শরীফে বাৎসরিক ওরশ ও ফাতেহা শরীফ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি’১৯) অনুষ্ঠিত হবে। ওরশ ও ফাতেহা শরীফের সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। হওযরত গাওছুল আযম দেহলবী (রহঃ) ও গাওছুল আযম খুলনবী (রহঃ) এর পাক ওরশ ও ফাতেহা শরীফের প্রধান মেহমান নূরে চশমে হযরতে ইমামে রব্বানী, গুলেবাগে মুজাদ্দেদী আলহাজ্ব হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (রহঃ) দিল্লী থেকে বৃহস্পতিবার ৩টার দিকে গুনাকরকাটি দরবার শরীফে এসে পৌছেছেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন স্থান এবং বিভিন্ন দেশের মুরিদান ও আশেকান ভক্তবৃন্দ ইতিমধ্যে ওরশ ময়দানে পৌছাতে শুরু করেছেন। শুক্রবার আম বয়ানের মধ্যদিয়ে শুরু হবে ওরশের আনুষ্ঠানিকতা। ওরশ শরীফ মূলত একদিনের হলেও কার্যক্রম চলে ৩ দিন। এছাড়া ওরশ কেন্দ্রীক যে মেলা বসে তা চলবে প্রায় মাসব্যাপী। এদিকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং আয়োজক কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।