আশাশুনিতে মোবাইল কোর্টে ব্যবসায়ীদের জরিমানা করেও থামছে না নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি

0
346

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রনে রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও কোন ভাবেই থামছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিযোগীতা। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা উপজেলার প্রতিটি বাজার মনিটরিং ও অভিযুক্তদের বিরুদ্ধে অর্থদন্ড বিধান রেখে মোবাইল কোর্ট পরিচালনা এবং বাজার অস্থিতিশীল না করার নির্দেশনা প্রদান করেন। কিন্তু এসকল বাজার থেকে মোবাইল কোর্ট ত্যাগ করার সাথে সাথে আবারও পন্যের মূল্য দফায় দফায় বাড়িয়ে দিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা জানান, চাউল, তেল, পেয়াজ, আলুসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য যথেষ্ট পরিমানে মজুদ আছে। কেউ করোনা ভাইরাসকে পুজি করে ফয়দা লটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।