বিশ দিনের অপেক্ষা

0
443

খুলনাটাইমস বিনোদন: তিন বছর অপেক্ষা করেছেন। এখন সেই অপেক্ষার বাকি আর মাত্র ২০ দিনের। আগামি ২০শে সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে জ্যোতিকা জ্যোতির সিনেমা ‘রাজল²ী ও শ্রীকান্ত’। আর তার মাধ্যমেই জ্যোতির অপেক্ষার অবসান ঘটবে। এটি কলকাতায় তার অভিনীত প্রথম সিনেমা। এর ট্রেলার প্রকাশ হওয়ার পর দারুণ প্রশংসিত হচ্ছেন জ্যোতি। ছবিটি প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি বলেন, এর গল্পটি একশ’ বছর আগের। এত পুরনো গল্পকে কীভাবে পরিচালক প্রদীপ ভট্টাচার্য্য বর্তমান সময়ে নিয়ে এসেছেন তা উপলব্ধি করার জন্য এই সিনেমাটি দর্শকদের দেখা উচিত। এই সিনেমায় মানুষ এমন রাজল²ী ও শ্রীকান্তকে দেখবে, যা কখনো ভাবেওনি। সত্যি বলতে রাজল²ী-শ্রীকান্তের একটি নির্দিষ্ট রূপ মানুষের মনে গেঁথে আছে। এই সিনেমায় তা ভেঙে নতুনভাবে হাজির করা হয়েছে। সিনেমাটির গল্প বলার ধরন এমন যে, মানুষ যা ভেবে হলে যাবে, তার কোনোকিছুর সঙ্গেই এই গল্প মিলবে না। একদম আলাদা কিছু দেখবে। এদিকে বাংলাদেশে জ্যোতি প্রথম অভিনয় করেন ‘আয়না’ সিনেমায়। এটি পরিচালনা করেছিলেন কবরী। এরপর তিনি বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’, তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ এবং ‘জীবনঢুলী’, মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচির একদিন’ ছবিতে অভিনয় করেছেন। এরইমধ্যে তিনি শেষ করেছেন মাসুদ পথিকের ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমার কাজ। সরকারি অনুদানের এ ছবিটিও বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।