আশাশুনিতে মোবাইল কোর্টে ১৩ জনকে জরিমানা

0
147

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার শ্রীউলা ও সদর ইউনিয়নে করোনা প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা আশাশুনি সদরের হাড়ীভাঙ্গা বাজার, শ্রীউলা ইউনিয়নের মহিষকুড়, নাকতাড়া কালিবাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় কোদন্ডা গ্রামের হোসেনকে ২০০ টাকা, হাড়িভাঙ্গা বাজারের নন্দি স্টোর মালিক রাম প্রসাদ নন্দিকে ৫০০ টাকা, ফতেপুর কালিগঞ্জ এর রফিকুল, ফিরোজ ও কওছারকে ৫০০টাকা, মহিষকুড়ের শাহবাজ, রমজান ও হাফিজুলকে ৩০০ টাকা, নাকতড়ার সততা ট্রাভেলস সেন্টারের মালিক জুলফিকর আলীকে ১০০০ টাকা, নাটানার স্বপন, বিক্রম ও দোলনকে ৫০০ টাকা এবং শ্রীউলার মোজাম ও মহাতাবকে ২০০ টাকা মোট ৭টি মামলায় ৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।