আশাশুনিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

0
276

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে পক্ষকাল ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। রবিবার (৪ অক্টোবর) হতে ১৭ অক্টোবর পর্যন্ত পক্ষকাল ধরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। এসময় উপজেলার সকল ইউনিয়নে স্বাস্থ্য বিভাগের অস্থায়ী ও স্থায়ী ক্যাম্প সমুহে ৬ থেকে ৫৯ মাস বয়সী বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থায়ী ক্যাম্পে শিশুর মুখে ভিটামিন ক্যাপসুল তুলে দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক, সাধারণ সম্পাদক সমীর রায়, এমটিইপিআই দীলিপ কুমার ঘোষ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাহবুবুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।