আশাশুনিতে বাল্যবিবাহ বন্দ, মেয়ের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা

0
347

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে বাল্যবিবাহ বন্ধ করলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। শুক্রবার দুপুরে দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের কালাম সরদারের নাবালিকা মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছিলো। জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা দ্রুত ঘটনাস্থলে পৌছে মোবাইল কোর্ট পরিচালনা করে গনজমায়েত পন্ড করেন। একই সাথে নাবালিকা মেয়ের বিয়ের অনুষ্ঠান বন্দ করেন। অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় মেয়ের পিতাকে মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আশাশুনি থানার এ এস আই আলমগীর কবির, ইউপি সদস্য মনিরুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।