আশাশুনিতে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব ডিম দিবস পালন

0
210

মইনুল ইসলাম:
আশাশুনিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস-২০২০ পালন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রাণি সম্পদ অফিসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসের বিভিন্ন তাৎপর্য মূলক শ্লোগান সহকারে র‌্যালী, ডিম খাওয়ানো, আলোচনা সভা ও উপকরণ বিতরণ করা হয়। উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে সকাল ১০ টায় র‌্যালী বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরনায় প্রাণি সম্পদ অফিস চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপস্থিত শিশুদের মুখে সিদ্ধ করা ডিম তুলে দিয়ে খাওয়ানো হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তোফায়েল আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। সভায় উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ আব্দুল গফফারসহ খামরীরা আলোচনা রাখেন। সবশেষে খামারীদের মাঝে খামারে ব্যবহার উপযোগি উপকরণ বিতরণ করা হয়।