প্রতাপনগরে ত্রাণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান

0
204

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে সুপার আম্ফানের তান্ডবে ও পাউবো’র ভেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবিত অসহায় মানুষরে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিচালনা করে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় ইউনিয়নের লস্করী খাজরাস্থ চেয়ারম্যানের বাস ভবনে এ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে বন্যা কবলিত উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসুস্থদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দুপুর ২ টা পর্যন্ত দু’শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন-উর রশীদ। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা যুবলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম হোসেন, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।