বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে খানজাহান আলী এলাকায় ব্যাপক কর্মসূচী পালিত

0
188

খানজাহান আলী থানা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দিনব্যাপী কোরআনখানী , সন্ধ্যায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, আব্দুর রব খোকন, খ.ম লিয়াকত আলী, মোল্যা নূরুল ইসলাম, খান হাফিজুর রহমান,শেখ আব্দুল হক, হামিদ সরদার, সৈয়দ কিসমত আলী¬ প্রমুখ।
পল্লী বিদ্যুৎ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শিরোমণি পল্লী বিদ্যুৎ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী কার্যালয়ে কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। পল্লী বিদ্যুৎ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি বিল্লাল সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীর পরিচালনায় বক্তৃতা করেন জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, শেখ শাহিন রহমান, খন্দকার মুক্ত আহম্মেদ, মনিরুল ইসলাম প্রিন্স, হারুন গাজী, রুহুল সরদার, আলী আহম্মেদ, মাসুদ রানা প্রমুখ।
আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গিলাতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মঙ্গলবার বেলা ১০টায় ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সচিব তুলসি দাশ মন্ডলের পরিচালনায় বক্তৃতা করেন ইউপি সদস্য আলহাজ্ব খান হাফিজুর রহমান, খোকন কুমার নন্দী, হাফেজ গোলাম মোস্তফা, শেখ আব্দুস সালাম, মোল্যা সোহরাব হোসেন, মাহমুদ হাসান, হুমায়ুন কবির, আম্বিয়া বেগম, আছিয়া আনসার প্রমুখ।
গণসেবা উন্নয়ন সংস্থা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বেসরকারী আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা গণসেবার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় শিরোমণি বাজারস্থ সংস্থার কার্যালয়ে নির্বাহী পরিচালক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে ও লুৎফর রহমান লিটনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিপিএনএর সভাপতি ও ওয়েষ্টডার নির্বাহী পরিচালক ডাঃ মারুফুল হক । বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন। বক্তৃতা করেন শেখ মিজানুর রহমান, শরিফুল ইসলাম, মাসুম বিল্লাহ, আবুল কালাম, গাজী আল মামুন, শেখ আসলাম, আলী সরদার, হাফিজুর রহমান, শাহ হাফিজুর রহমান, বাচ্চু শেখ, নজমল কাজী, শেখ আব্বাস, মিয়া খলিলুর রহমান, শেখ মহিউদ্দিন, মিয়া খালিদ, শেখ মহিবুল্লাহ প্রমুখ।
কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দিনব্যাপী কোরআনখানী , সন্ধ্যায় কেক কাটা, আতোশবাজি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম মনিরুজ্জামান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন, নগর আ’লীগের সাবেক সহ সভাপতি বেগ লিয়াকত আলী, থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারন সম্পাদক শেখ আনিসুর রহমান। মাষ্টার শাহজাহান হাওলাদারের পরিচালনায় বক্তৃতা করেন মাষ্টার মনিরুল ইসলাম, শেখ ইকবাল হোসেন, জাকারিয়া রিপন, সেলিম রেজা, লিয়াকাত মুন্সি, সুরুজ্জামান হানিফ, বেগ খালিদ হোসেন প্রমুখ।