আশাশুনিতে চিংড়ী মাছে অপদ্রব্য পুশ করার অপরাধে মোবাইল কোর্টে জরিমান, মাছ বিনষ্ট

0
337

মইনুল ইসলাম, আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে বাগদা চিংড়ী মাছে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ জনকে জরিমানা করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের শীতলপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর আলিফ রেজা। এসময়, বাগদা চিংড়ী মাছে অপদ্রব্য পুশ করার অপরাধে শীতলপুর গ্রামের নুর হোসেনকে ১ হাজার টাকা, ভোলানাথকে ১ হাজার টাকা, কামরুল হোসেনকে ৫০০ টাকা ও আলতাফ হোসেনকে ১ হাজার টাকা, মোট ৩৫০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে আনুমানিক ৪০ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ী মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত বাগদা চিংড়ী মাছ আশাশুনি-ঘোলা সড়কে ফেলে গাড়ীর চাকা দিয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানসহ থানা পুলিশের সদস্য।