রূপসায় পৈত্রিক জমি থেকে বঞ্চিত হচ্ছে অসহায় একটি পরিবার

0
282

রূপসা প্রতিনিধি:
রূপসায় পৈত্রিক জমি থেকে বঞ্চিত হচ্ছে অসহায় একটি পরিবার। আদালতের রায় পেয়েও জমিতে ভোগ দখল করতে পারছে না কাজী মারুফ আহসান। পৈত্রিক জমি উদ্বারের দাবিতে শনিবার বেলা ১১ টায় রূপসা উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন তিনি। লিখিত বক্ত্যবে তিনি বলেন, উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের প্রভাবশালী কাজল ইসলাম ভূইয়া তার ওয়ারেশদের নিকট থেকে ২৩ শতক জমি ক্রয় করেন। দলিলে চৌহদ্দিসহ উল্লেক রয়েছেন কবর স্থানের জমি বাদে। অথচ কাজল দলিলের বৈধ্যতা না মেনে ক্ষমতার জোরে প্রভাব খাটিয়ে মারুফের জমি দখল করে দীর্ঘ দিন রয়েছে। এ ব্যাপারে মারুফ বাদী হয়ে খুলনার সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। জমির সঠিক কোন কাগজ পত্র কাজল দেখাতে না পারায় মারুফের পক্ষে রায় দেন আদালত । মামলায় কাজল পরাজিত হবার পর বিভিন্ন সময় মারুফের পরিবারকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। কাজল প্রভাবশালী ব্যক্তি হওয়ার সুবাধে তার বিরেুদ্বে কেউ কথা বলে না। যে কারনে এলাকায় প্রভাব খাটিয়ে এলাকায় নিরীহ মানুয়ের প্রতি অত্যাচার করে যাচ্ছে। প্রভাবশালী কাজল মারুফের ১৪ শতক জমি জোর পূর্বক দখল করে রয়েছেন। যার কোন বৈধ্যতা নাই। সকল বেধ্যতা মারুফের রয়েছে বলে তিনি জানান। এমনকি জমির দাখিলা ও রেকট তার পক্ষে রয়েছেন। প্রভাবশালী কাজলের হাত থেকে জমি উদ্বারের দাবি জানান তিনি।