আশাশুনিতে গ্রাম আদালতে নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা

0
216

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে গ্রাম আদালত বিচার প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহনের গুরুত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সহযোগি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশে গ্রাম সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় কর্মশালার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইনডেফেন্ডেন্ট টিভি সংবাদ পাঠক জাহিদুল বাশার, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আব্দুল আলিম, আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, দীপঙ্কর কুমার সরকার দিপ, প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ শফিউল আলম ও আব্দুল হান্নান পাড়। উপজেলার ১১ ইউনিয়নের গ্রাম আদালতে এ পর্যন্ত ১৯৪২টি মামলার নিষ্পত্তি হয়েছে ১৩৮৩টি। আবেদনকারী ছিলেন ৪৮৯ জন। মোট ক্ষতিপুরণ আদায় হয়েছে ১ কোটি ২৬ লক্ষ ১১ হাজার ৮৩ টাকা।