আশাশুনিতে অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ-জার্মান ডেপুটি হাই কমিশনার’র

0
186

আশাশুনি প্রতিনিধি:
জার্মানের ডেপুটি হাই কমিশনার কনস্ট্রানজা ঝিরিনজার বলেন, আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপনগর ইউনিয়নে সুপার সাইকোন আম্ফানে ভেড়ী বাঁধ ভাঙ্গন কবলিত পানিবন্দি মানুষ অত্যান্ত কষ্টকর ও বেদনাদায়ক অব¯’ায় রয়েছে। তাদের জীবন যাপন পরি¯ি’তি খুবই নাজুক। তাদেরকে সর্বাত্মক সহযোগিতা ও বাঁধ নির্মাণ করে রক্ষা করা খুবই প্রয়োজন। শনিবার সকালে উপজেলার শ্রীউলা ইউনিয়নে অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণকালে- জার্মানের ডেপুটি হাই কমিশনার কনস্ট্রানজা ঝিরিনজার উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে বাঁধ ভেঙে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন যাবৎ পানিবন্দী অব¯’ায় মানবেতর জীবনযাপন করছে। এটা অত্যন্ত কষ্টকর ও বেদনাদায়ক দৃশ্য। বাংলাদেশের যেকোনো দুর্যোগকালীন সময়ে জার্মান সরকার সার্বিক সহযোগিতা করে থাকে। এজন্য আমরা খাদ্য সহায়তা দেওয়ার জন্য আপনাদের মাঝে এসেছি। ভবিষ্যতে এ অঞ্চলের মানুষ যাতে আরও বেশি আর্থিক সহায়তা পায় তার জন্য জার্মান সরকারের পক্ষ থেকে আমি সার্বিকভাবে চেষ্টা চালিয়ে যাব। জার্মান এ্যাম্বেসির অর্থায়নে ও মিনা ফাউন্ডেশনের সহযোগিতায় শ্রীউলা ইউনিয়নের ৩ হাজার ও প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়াা গ্রামের ৩০০ পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন- ডেপুটি হাই কমিশনার কনস্ট্রানজা ঝিরিনজার। প্রত্যেককে ২৫ কেজি করে চাল, ২ কেজি ডাল, সাবান, মাস্ক ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। এসময় এএসপি (দেবহাটা সার্কেল) আলহাজ্ব শেখ ইয়াসিন আলি, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদিস সানা প্রমুখ উপ¯ি’ত ছিলেন।