লিয়াকত হোসেন খুমেক হাসপাতাল থেকে দালাল চক্রের ২ সদস্য আটক : পুলিশে সোপর্দ

0
209

নিজস্ব প্রতিবেদক:
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডালিম বেগম ও আরিফুল নামে দালাল চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা জিএম ইকতিয়ারউদ্দিন জানান, শনিবার সকালে মোঃ আরিফুল ও ডালিম বেগম নামে ২জন কিনিকের দালাল হাসপাতালের ভেতর প্রবেশ করে রোগী ভাগাতে কাজ করছিল। এসময় সেখানে দ্বায়িত্ব দেওয়া আউটসোর্সিং আয়া রাশিদা বেগমের চোখে পড়ে। তিনি দালালদের সেখান থেকে বের হতে বললে তারা রোগী ফুসলিয়ে পার্শ্ববর্তী কিনিকে নেওয়ার চেস্টা করে। এসময় তিনি (রাশিদা) প্রশাসনিক কর্মকর্তা ও পরিচালকে বিষয়টি অবগত করেন। তারা যেয়ে এ দুই দালালকে ধরে আটকে রেখে পুলিশে খবর দেয়। বেলা ২টার সময় সোনাডাঙ্গা থানা পুলিশ এসে তাদের নিয়ে যায়। দালাল চক্রের ব্যাপারে রাশিদা বেগম বলেন, বর্হিবিভাগে দ্বয়িত্বপালন কালে গত ১৮ অক্টোবর দালাল চক্রের সাথে তার হাতা হাতি হয়। ঐসময় ঝরনা নামে এম দালাল তার হাতে কামড়ে দিয়ে পালিয়ে যায়। তিনি জানান ঝর্না সুগন্ধা কিনিকের হয়ে দালালির কাজ করতো। সে পরিচালক বরাবর ব্যব¯’া গ্রহনের জন্য একটি আবেদনপত্র দিয়েছেন। এব্যাপারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, হাসপাতালের রোগী সেবার প্রধান অন্তরায় এ দালাল চক্র। তাই হাসপাতালকে সেবা মূলক করতে তিনি দালাল মুক্ত করার পদক্ষেপ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় শনিবার দুজন দালালকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ইতো মধ্যেই সত্তরভাগের মত দালাল নির্মূল হয়েছে। সবার সহযোগীতা থাকলে পূর্নঙ্গভাবে এ হাসপাতাল দালাল মুক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।