আলফাডাঙ্গায় অটিস্টিক শিশুদের বাবা-মা ওআত্মীয়দের অটিস্টিক শিশু সম্পর্কিত বেসিক জ্ঞান প্রদান প্রশিক্ষণ

0
389

খুলনাটাইমস (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন “অটিস্টিক শিশু ও মহিলাদের জন্য পাইলট প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান কর্মসূচি এর আওতায় অটিস্টিক শিশুদের বাবা-মা অথবা নিকট আত্মীয়দের- অটিস্টিক শিশু সম্পর্কিত বেসিক জ্ঞান প্রদান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এসো জাঁতি গড়ি (এজাগ) এর সহযোগিতায় এবং ডাটা কনসাল্টটেন্ট বিডি লিমিটেড এর বাস্তবায়নে মঙ্গলবার দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ এর উদ্বোধন করেন আলফাডাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতী দত্ত।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. রউফ তালুকদার।
তিনদিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন, এজাগ এর নির্বাহী পরিচালক নাজমা আক্তার, এজাগ এর ভাইস চেয়ারম্যান রওনক ফারিয়া, এজাগ এর উপজেলা কো-অর্ডিনেটর আ. মান্নান মিয়া আব্বাস, মো. মফিদুল ইসলাম, এজাগ এর ট্রেইনার শাহিনুর আক্তার প্রমুখ।
প্রশিক্ষনে ৩০জন অটিস্টিক শিশুর বাবা-মা ও আত্মীয়স্বজন অংশগ্রহণ করে।