র‌্যাবের অভিযানে ৩২ টি স্বর্ণের বিস্কুটসহ গ্রেফতার-২

0
174

নিজস্ব প্রতিবেদক:
আনুমানিক ২ কোটি টাকা মূল্যের ৩২ টি স্বর্ণের বিস্কুটসহ ২ চোরাচালানকারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গত ১৪ ফেব্রæয়ারী রাত আনুমানিক ৩ টায় ঢাকা-যশোর মহাসড়কের যশোর কতোয়ালী থানাধীন যুব উন্নয়ন আধিদপ্তরের সামনে থেকে আসামীদ্বয়কে আটক করে। এসময় তাদের নিটক থেকে ৩২পিস স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে স্বর্ণ পাচার করার অপরাধে বিশেষ ক্ষমতা আইন ২৫-খ(১)(ক) ১৯৭৪ সাল, ধারায় যশোর কোতয়ালী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
র‌্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের মাধমে র‌্যাব-৬ জানতে পারে, যশোর এলাকা হয়ে কতিপয় স্বর্ণ চোরাকারবারী বিপুল পরিমাণ স্বর্ণ পরিবহন করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, তার দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় রবিবার র‌্যাব-৬ খুলনা এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে যে, ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে কতিপয স্বর্ণ চোরাচালানকারী বিপুল পরিমান স্বর্ণ পাচারের উদ্দেশ্যে পরিবহন করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে অভিযান দলটি রবিবার রাত আনুমানিক ৩ টায় ঢাকা-যশোর মহাসড়কের যশোর কতোয়ালী থানাধীন যুব উন্নয়ন আধিদপ্তরের সামনে চেক পোস্ট স্থাপন করে। পরবর্তীতে রাত আনুমানিক সোয়া ৪ টায় সাতক্ষীরা এক্সপ্রেস যার নং ব-১৫-১৩১০ যাত্রীবাহী বাসটি উক্ত চেক পোস্টে আসলে চেকপোষ্টে অবস্থানরত র‌্যাব সদস্যরা উক্ত বাসটিকে থামানোর সংকেত দিলে, বাস থামানোর সাথে সাথে দুইজন ব্যক্তি কৌশলে বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কর্তব্যরত র‌্যাব সদস্যরা সাতক্ষীরার সদর থানার কুলতিয়া গ্রামের মোঃ শুকুর আলীর পুত্র মোঃ শামীম হোসেন (৪০) ও যশোরের শার্শা থানার দিঘা এলাকার আব্দুল মান্নানের পুত্র মোঃ হুমায়ুন কবির মিরাজ (২৬ কে আটক করেন।