আফগানিস্তানে ৫ প্রাদেশিক রাজধানীর দখল নিল তালেবান

0
127

টাইমস ডেস্ক বিদেশ : আফগানিস্তানে একের পর এক প্রাদেশিক রাজধানীর দখল নিচ্ছে তালেবান। রোববার তিনটি শহরের দখল নিয়েছে তালেবান যোদ্ধারা। দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে তিনদিনে মোট পাঁচটি প্রদেশের পতন ঘটেছে। রোববার কাবুলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সংযোগ থাকা কুন্দুজ শহরের দখল নেয় তালেবান। একই দিনে সার ই পল ও তালেকানের দখলও নেয় তারা। শুক্র ও শনিবার জারাঞ্জ ও শেবারগানের নিয়ন্ত্রণ হারিয়েছে সরকারি বাহিনী। দেশটি থেকে বিদেশি সেনাদের সরিয়ে নেয়ার পর পরই সীমান্ত অঞ্চলসহ বেশির ভাগ জেলা কেন্দ্র দখলে নেয় তারা। এর পরপরই গুরুত্বপূর্ণ শহর ও প্রাদেশিক রাজধানীগুলোর নিয়ন্ত্রণ নিতে শুরু করে সংগঠনটি। এদিকে, শহরগুলোতে দখল নিতে লড়াই করছে সরকারি বাহিনী। তালেবানের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনারাও। অন্যদিকে লস্করগাহ, কান্দাহার ও হেরাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল যুদ্ধ চলছে।