আজ মোংলা বন্দরে পৌঁছাবে মেট্রোরেলের কোচের প্রথম চালান

0
155

টাইমস ডেক্স :বুধবার মোংলা বন্দরে পৌঁছাবে মেট্রো রেলের ছয়টি কোচের প্রথম চালান। জাপানের কোবে বন্দর থেকে কোচ নিয়ে ছেড়ে আসা জাহাজ এমভি এসপিএম ব্যাংকক এখন চট্টগ্রাম বন্দরে আছে। আজ মোংলা বন্দরে পৌঁছাবে। বিদেশি ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওহিদুজ্জামান বিষয়টিনিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) মেট্রো রেলের কোচগুলো আসার কথা থাকলেও আসবে না। সোমবার চট্টগ্রাম থেকে জাহাজটি সেল করতে পারেনি। ওই জাহাজ সেল করতে চট্টগ্রাম থেকে যে পাইলট যাচ্ছিলেন তিনি সঠিক সময়ে পৌঁছতে পারেননি। অনেক রাতে পৌঁছেছেন। জাহাজটি সকাল ৮টায় সেল করে আজ দুপুর আড়াইটা নাগাদ মোংলা জেটিতে ভিড়বে।’ কত নম্বর জেটিতে খালাস হবে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই প্রোগ্রামটি সেট করেন বন্দর কর্তৃপক্ষ। আমরা তাদের কাছে আবেদন করি। বিকাল নাগাদ তা সিলেক্ট হবে। গতকাল বিকাল ৫টা নাগাদ সেটা নির্ধারিত হবে।’ তিনি আরও জানান, আজ বুধবার দু’টি কোচ খালাস হতে পারে। পরের দিন ১ এপ্রিল বাকি চারটি কোচ খালাসের কথা রয়েছে। পরে কোচগুলো বহন করে বরিশাল হয়ে ঢাকার দিয়াবাড়ি চলে যাবে। রেলওয়ে কারগুলো জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড তৈরি করছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এরআগে গত ৪ মার্চ বাংলাদেশ সময় বিকাল ৩টায় জাপানের কোবে বন্দর থেকে ঢাকার উদ্দ্যেশে যাত্রা শুরু করে।