অসহায় ও দুস্থ মানুষের পাশে ফায়ার সার্ভিস খুলনা

0
481

খবর বিজ্ঞপ্তি:
বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গত ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করায় গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। পরিবারের ভরন-পোষণ যোগাতে পারছে না। এ ধরনের মানুষের সাহায্যার্থে মঙ্গলবার (৩১ মার্চ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের উপ পরিচালক মোঃ আকরাম হোসেন নিজে উপস্থিত হয়ে অসহায় দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা জেলার উপ সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল, খুলনা সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাঈদুজ্জামানসহ খুলনা সদরের কর্মকর্তা ও কর্মচারীগন।