অনলাইন ক্লাসেই মৃত্যুর কোলে করোনা আক্রান্ত শিক্ষক

0
183

খুলনাটাইমস বিদেশ : অনলাইন ক্লাসে নিতে নিতে মারা গেছেন আর্জেন্টিনার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, আর্জেন্টিনা ডি লা এ¤েপ্রসা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন অধ্যাপক পাওলা দি সিমোন। আগস্টের শেষের দিকে তিনি করোনা পজিটিভ হন। এরপরেও পাওলা জুমে ক্লাস চালিয়ে যাচ্ছিলেন। তিনি ছিলেন রাজনীতি ও আন্তর্জাতিক বিষয়ের শিক্ষক। বুধবার জুম লাইভে ক্লাস নেয়ার মাঝখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন পাওলা। অনলাইন ক্লাসে থাকা শিক্ষার্থীরা সাক্ষী হয় তার এ মৃত্যুর। ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা লক্ষ্য করে যে, শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল পাওলার। তার কাছে অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য বাসার ঠিকানাও চায় তারা। পাওলা মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে শুধু বলতে পেরেছিলেন- আমি পারব না! তবে করোনা নিয়ে কেন তিনি ক্লাস চালিয়ে যাচ্ছিলেন, সে ব্যাপারে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্বের অনেক জায়গায় করোনা সংক্রমণ কমে আসলেও লাতিন আমেরিকার দেশগুলোতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যে আর্জেন্টিনায় ৪ লাখ ৭১ হাজারের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ হাজার ৮০৭ জন।