0
403
সংবাদ বিজ্ঞপ্তি: সম্মিলিত ওলামায় কেরাম, খুলনার উদ্যোগে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার হিফজুল কুরআন-৩০ পারা ও ১০ পারা এবং হামদ/নাত এর বাছাইপর্ব ” আজ নগরীর বাইতুন নূর জামে মসজিদ কমপ্লেক্স”এ সকাল সাড়ে ৮টা থেকে দিন ব্যাপী  অনুষ্ঠিত হয়।
হাফেজ মাওঃ খন্দকার সালাহুদ্দীন এর পরিচালনায় হিফজুল কুরআন ও হামদ/নাত বিষয়ে প্রধান বিচারকের ভূমিকা পালন করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন খুলনা বিভাগের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ কবীর হুসাইন, বাংলাদেশ টেলিভিশনের “ক উচ্চমান” শিল্পী মোঃ সাঈদুর রহমান সাঈদ সহ দক্ষ বিচারক মন্ডলীর সহযোগিতায় অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতি বিষয় ৭ জনকে ইয়েসকার্ড প্রদান করা হয়, যারা ২৩ ডিসেম্বর হোটেল রয়্যাল ইন্টাঃ খুলনায় অনুষ্ঠিতব্য ফাইনাল রাউন্ডের জন্য মনোনীত হয়। বাছাইপর্বের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেসিসি ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, আলহাজ্ব মফিদুল ইসলাম টুটুল (পরিচালক চেম্বার অব কমার্স, খুলনা) ও আলহাজ্ব মাওঃ শহীদুল ইসলাম। অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাওঃ ইব্রাহীম ফয়জুল্লাহ, মাওঃ ডি,এম, নুরুল ইসলাম, মাওঃ শফিউদ্দীন নেছারী, মুহাদ্দিস আব্দুল্লাহ ইমরান, আলহাজ্ব সামছুর রহমান (বাবুল), হাফেজ আবু হুরায়রা নোমান, হাফেজ মাওঃ নুরুল্লাহ প্রমুখ।