বিএল কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপিত

0
693

মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সরকারি বিএল কলেজে উদযাপিত হয়েছে ৪৭তম স্বাধীনতা ও জাতীয় দিবস।সোমবার(২৬মার্চ)দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ‎প্রফেসর সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, দেশগান, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৫মার্চ কালোরাতে পাকবাহিনীর নির্মম হত্যাকাণ্ডে শহীদ মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা যুদ্ধের সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২৫মার্চ সন্ধ্যায় বিএল কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্বরে মোমবাতি প্রজ্বলন করা হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধক্ষ্য প্রফেসর কেএম আলমগীর হোসেন, কলেজের ছাত্র সংসদের ভারপ্রাপ্ত সম্পাদক সহযোগী অধ্যাপক তবিবার রহমান সহশিক্ষক ও শিক্ষার্থীরা।