খুবিতে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

0
332

খবর বিজ্ঞপ্তি:
রবিবার খুলনা বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে দু’দিনব্যাপী গৃহীত কর্মসূচির মধ্যে ছিলো বিশ্ববিদ্যালয় জামে মসজিদে বাদ যোহর হামদ নাত ও কেরাত প্রতিযোগিতা এবং আলোচনা সভা এবং বাদ যোহর দোয়া অনুষ্ঠান। বাদ যহোর দোয়া পূর্বে নবীজীর (সা.) জীবন ও আদর্শের ওপর আলোচনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। শিক্ষার্থীদের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ মতিউর রহমান। এছাড়া নবীজীর জীবনীর ওপর আলোচনা ও দোয়া পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।