“আহার প্রতিদিন” চালু, খুলনাঞ্চলের রোটারী ক্লাবগুলোর উদ্যোগ

0
414
খবর বিজ্ঞপ্তি: ঈদে নয় নতুন পোষাক, করবো আহার একসাথে ’’ শ্লোগান নিয়ে নগরবাসীর জন্য রান্না করা খাবার সরবরাহ কর্মসূচি “আহার প্রতিদিন” আয়োজন করেছে খুলনা অঞ্চলের রোটারী ক্লাবগুলো। খুলনা প্রেসক্লাব চত্তরে আজ শনিবার বিকাল ৪টায় কর্মসূচির উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
রোটারী ফুড ভ্যান প্রেসিডেন্ট ২০-২১ খুলনার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও কর্মহীন মানুষের মধ্যে আগামী ১মাস রান্না করা খাবার সরবরাহ করবে খুলনা অঞ্চলের রোটারী ক্লাবগুলো। নগরীর উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিভিন্ন দিন গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে এসব খাবার সরবরাহ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, রোটারিয়ান মাহমুদুর রহমান কার্নি, মোল্লা মারুফ রশিদ, আশীষ দে, আজিজুল হাসান দুলু, ড. শফিকুর রহমান, মোল্লা আবু জাফর, মোস্তাফিজুর রহমান, বেগ রফিকুল ইসলাম, খন্দকার সাজ্জাদুল ইসলাম, মীর বরকত আলী, সুদেব চন্দ্র মন্ডল, আফতাপ হোসেন, ইঞ্জি. জাহাঙ্গীর হোসেন, কাউসার পারভেজ, মিলন কুমার হাওলাদার, মাহমুদ হোসেল, ইঞ্জি. নামজুল হুদা, ফেরদাউস রহমান পিয়াস, হাফেজ আশিকুর রহমান, খুলনা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এস এম কামাল হোসেন, সাংবাদিক মুহাম্মদ আবু তৈয়ব, সুনীল কুমার দাস, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাপ্পী খান, ফটো সাংবাদিক আব্দুল মালেক প্রমুখ।