খুলনায় ৭ ডিসেম্বর থেকে হবে তিন দিনব্যাপী তথ্য মেলা

0
481

তথ্য বিবরনী ॥ বাংলাদেশে তথ্য অধিকার আইন-২০০৯ এর যথাযথ বাস্তবায়ন ও তথ্যের অধিকার বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে খুলনা জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে তথ্যমেলা। এছাড়া ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সকাল নয়টায় শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাত ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল চারটায় প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান। পরে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে “ তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নে নাগরিক সচেতনতা” বিষয়ক আলোচনা সভা।
খুলনা জেলা প্রশাসন ও খুলনা সচেতন নাগরিক কমিটি (সনাক)’র যৌথ আয়োজনে মেলা প্রাঙ্গণে প্রতিদিন থাকবে আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার দ্বিতীয় দিনে সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা।