ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের বকুলতলা বধ্যভূমিতে মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে বকুল গাছ পুনঃরোপন

0
278

খবর বিজ্ঞপ্তি:
১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নে গঠিত শান্তি কমিটি ও রাজাকার বাহিনী খর্নিয়ার পালপাড়া বকুল তলায় স্বাধীনতার স্বপক্ষীয় অসংখ্য মানুষকে নিঃশংস ভাবে হত্যা করে। বর্তমানে ’৭১ এর সেই বকুল গাছগুলি নিশংস হত্যাকান্ডের স্বাক্ষী হিসাবে মৃতঃ অবস্থায় দন্ডায়মান আছে। গত ৩০ সেপ্টেম্বর ফ্রিডম ফাইটার্স ফ্যামিলি সার্ভিসেস সোসাইটি (এফএফএফএসএস), বাংলাদেশ(নিবন্ধন-২৪১) সৌজন্যে ৫টি বকুল গাছের চারা রোপন করা হয়। চারা রোপন অনুষ্ঠানের উদ্ভেধক ছিলেন এফএফএফএসএস সভাপতি মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন লিডার (বিএলএফ) বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম,এম, জিয়াউল ইসলাম। এফএফএফএসএস সচিব বীর মুৃক্তিযোদ্ধা বিমল রায়ের পরিকল্পনা ও বীর মুক্তিযোদ্ধা শুধাংশু শেখর ফৌজাদারের প্রস্তাবনায় এবং সাবেক চেয়ারম্যান রহমত আলী খান, আওয়ামী মৎস্যজীবীলীগ, খুলনা জেলা কার্যকরী পরিষদ সদস্য আসাদুজ্জামান মোড়ল ও আওয়ামী মৎস্যজীবী লীগ খর্নিয়া ইউনিয়ন সভাপতি সুবির মল্লিক সার্বিক সহযোগিতায় পালপাড়া বকুলতলা বদ্ধভূমিতে পুনঃরায় বকুল গাছ লাগানো হয় এবং পুনঃস্থাপিত বকুল গাছগুলির সংরক্ষণের দায়িত্ব অর্পন করা হয়। বকুল গাছ রোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খর্নিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান মোড়ল, বীর মুক্তিযোদ্ধা নারায়নচন্দ্র বিশ^াস ও গ্রাম বাসী।