কেইউজে’র চার সদস্যের স্মরণ সভায় সিটি মেয়র সাংবাদিকরা তাদের কর্মময় জীবনের মধ্য দিয়ে সকলের মাঝে বেঁচে থাকবেন

0
427

খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা তাদের কর্মময় জীবনের মধ্য দিয়ে সকলের মাঝে বেঁচে থাকবেন। যেসব সাংবাদিক নিজেদের কথা না ভেবে আমৃত্যু কাজ করে গেছেন; তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। সকলের আন্তরিকতা থাকলে প্রয়াত সাংবাদিকদের পরিবারের সমস্যা দূর করা সম্ভব। এজন্য তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
রবিবার সকাল ১০টায় খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর প্রয়াত চার সদস্য সুবীর কুমার রায়, মো. জাকির হোসেন, শেখ নূর গনি বাবলু রেজা ও মো. নাদিম উল আলম এর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর। পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মো. সাঈয়েদুজ্জামান সম্রাট। সভার শুরুতে প্রয়াত চার সাংবাদিকের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, আহমদ আলী খান, এ কে হিরু, মো. সাহেব আলী, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, মহেশ্বরপাশা শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শেখ বদরুল আলম, সহকারী অধ্যাপক মোঃ আবু হোসেন বাবলু, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, বেসিক ব্যাংকের ম্যানেজার দেবাশীষ কর্মকার, মোজাম্মেল হক হাওলাদার, অমিয় কান্তি পাল, মো. শাহ আলম, কৌশিক দে বাপী, আসাদুজ্জামান রিয়াজ, মহেন্দ্র নাথ সেন, নেয়ামুল হোসেন কচি, অভিজিৎ পাল, জয়নাল ফরাজী, নূর হাসান জনি, আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, দেবনাথ রণজিৎ কুমার, আলমগীর হান্নান, মিলন হোসেন, তিতাস চক্রবর্তী, শামীম আশরাফ শেলী, দেবব্রত রায়, সোহেল মাহমুদ, রীতা রানী দাস, দিলীপ বর্মণ, শরিফুল ইসলাম বনি, মেহেদী মাসুদ খান, সাগর সরকার, তুফান গাইন, আব্দুর রাজ্জাক, হেলাল মোল্লা, আবুল বাশার, নাজমুল হাসান, সোহেল রানা, পূজা উদযাপন পরিষদের নেতা রতন কুমার নাথ, বিশ্বজিৎ দে মিঠু, বিপ্লব সাহা লব প্রমুখ। সভা শেষে প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।