বাঘায় সেই ছাত্রলীগ নেতাকে হাতুড়ি পিটানোর অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড

0
284

খুলনাটাইমস (বাঘা, রাজশাহী) : রাজশাহীর বাঘায় দূর্বৃত্তেরা সেই ছাত্রলীগ নেতা ও অনার্সের ছাত্র সামসুল ইসলামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা অভিযোগটি মামলা হিসেবে পুলিশ রেকর্ড করেছে। গতকাল মঙ্গলবার তদন্ত শেষে তিন জনের নাম উল্লেখ করে আরো ৮-১০ অজ্ঞাত আসামি করা হয়েছে।
জানা যায়, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক ও বাঘা শাহদৌলা ডিগ্রী কলেজের অনার্সের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং দেবত্তপুর গ্রামের ইজদার আলীর ছেলে সামসুল ইসলাম। সোমবার সকাল আবু হানিফ মিঞার স্যারের রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে ক্লাস করে কলেজ ক্যাম্পাসের মধ্যে অফিস কক্ষের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় বহিরাগত সবুজ আহম্মেদ, জাহিদ হোসেন, এলিট হোসেনসহ ৮-১০ জনের একটি দল তাকে ধরে নিয়ে বাঘা ঈদগা মাঠের মধ্যে এক চটপটি দোকানের পেছনে নিয়ে যায়। সেখানে তারা হাতুড়ি, লোহার রড়, রাম দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে তার চিৎকারে কলেজের শিক্ষক ও ছাত্ররা এগিয়ে আসলে বহিরাতগরা সামসুল ইসলামকে ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়। এ ঘটনায় সামসুল ইসলাম ওই দিন বাদি হয়ে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করে। এ অভিযোগটি বাঘা থানার পুলিশ তদন্ত করে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করেছে।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, বহিরাগত দ্বারা কলেজ পড়-য়া ছাত্র সামসুল ইসলামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা অভিযোগটি মামলা হিসেবে পুলিশ রেকর্ড করেছে। আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে আসামিরা পলাতক রয়েছে।