বাঘার আড়ানী ফরমালিন মুক্ত মাছ বাজার ঘোষণা ঃ জাল আটক ব্যবসায়ীর জরিমানা

0
346

খুলনাটাইমস (বাঘা, রাজশাহী) : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারকে ফরমালিন মুক্ত মাছ বাজার ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বাজার পরিদর্শন করে এমন ঘোষণা দেন। এর আগে আকস্মিকভাবে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলামের নেতৃত্বে মাছ বাজার পরিদর্শন করেন। এ সময় সব ধরনের মাছে ফরমালিন না পেয়ে সন্তোষ প্রকাশ করেন। পরে এ উপলক্ষে বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিফতরের যৌথভাবে অনুষ্ঠানিকভাবে ফরমালিন মুক্ত মাছ বাজার ঘোষণা করা হয়েছে। ফরমালিন মুক্ত মাছ বাজার ঘোষণা করা সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, আড়ানী মৎস্য আড়ত সমবায় সমিতির সভাপতি বিরেশ কুমার হালদার, সাধারণ সম্পাদক আলিমুল রাজী, আড়ানী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সনজিদ কুমার হালদার, সাধারণ সম্পাদক সুজিত কুমার হালদার প্রমুখ।
অপর দিকে আড়ানী পৌর বাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা মোবাইল কোর্টের মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা মূল্যে ১২০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পাশাপাশি দুই ব্যবসায়ীর দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম জব্দকৃত জালগুলো জনস্মুখে পুড়িয়ে দেয়া হয়েছে।