৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নগর বিএনপির কর্মসূচি

0
490

বিজ্ঞপ্তি : (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতার সম্মিলিত বিপ্লবের মাধ্যমে দেশের শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটে। কুচক্রিদের ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বন্দি দশা থেকে মুক্ত হন সেনা বাহিনী প্রধান মেজর জিয়াউর রহমান। গ্রহণ করেন রাষ্ট্রক্ষমতা। দেশে ও জনমনে স্বস্তি ফিরে আসে। ফিরে আসে গণতন্ত্র। মত প্রকাশের স্বাধীনতা। রাজনীতি করার অধিকার। সে সময় থেকে দিবসটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হচ্ছে। রাষ্ট্রপতি থাকাকালে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উলক্ষে খুলনা মহানগর বিএনপি কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০ কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। বিএনপির সকল ওয়ার্ড, থানা, ইউনিয়ন এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে যথাসময়ে কর্মসূচিতে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।