নবাবগঞ্জে বিনামুল্যে প্রনোদনার সার বীজ পেল ১৭৪ জন কৃষক

0
468

এম এ সাজেদুল ইসলাম : (৩০ অক্টোবর) সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের ২০১৮-১৯ প্রনোদনার আওতায় সরিষা ভুট্টা গম ও গ্রীস্মকালীন মূগডাল সহ নবাবগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে প্রনোদনা কর্মসূচীর অধীনে বিতরন উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা আসাদুজ্জামান। উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মল্লিকা সেহনবিশ জানান, আলোচনা শেষে উপজেলার ১৭৪ জন কৃষকের মাঝে সরিষা ৩৩০ জন, গম ৩৫০ জন, ভুট্টা ৬০০ জন, মুগ ডাল ৯০ জন, বিটি বেগুন ১৫ জন। এছাড়া প্রতিজন কৃষককে সরিষা ১ কেজি, গম ২০ কেজি, ভুট্টা ২ কেজি, বোরো ৫ কেজি, মুগ ডাল ৫ কেজি, বিটি বেগুন ২০ কেজি, সার পটাশ ১০ কেজি, ডিএপি ২০ কেজি বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান।