উন্নয়নশীল দেশে উত্তরণ : গাজী মেডিকেল কলেজে সভা

0
418

খবর বিজ্ঞপ্তি:
স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে চারদিনের কর্মসূচির দ্বিতীয় দিনে আলোচনা সভা করেছে গাজী মেডিকেল কলেজ। শুক্রবার সকালে কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের উপদেষ্টা অধ্যাপক ডাঃ ইয়াছিন আলী গাজী ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নুরসেরাত আহমেদ। বক্তৃতা করেন কলেজের চেয়ারম্যান ডাঃ গাজী মিজানুর রহমান, অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মনোজ কুমার বোস, উপাধ্যক্ষ ডাঃ বঙ্গ কমল বসু, অধ্যাপক ডাঃ আব্দুল লতিফ খান, জিএমআর নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মার্গারেট সরোজিনী বিশ্বাস, ফরেনসিক বিভাগের প্রভাষক ডাঃ মিঠুন বাহাদুর।
সভায় বক্তারা বলেণ, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন সূচকে ব্যাপক অগ্রগতি বিশেষ করে চিকিৎসা এবং চিকিৎসা শিক্ষার অগ্রগতি হয়েছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
এ সময় গাজী মেডিকেল কলেজ, হাসপাতাল ও জিএমআর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষিকা, চিকিৎসক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। #