জেলায় প্রথম, পাইকগাছায় মাদকে আটক আসামীদের ডোপ টেষ্ট শুরু

0
252

কপিলমুনি প্রতিনিধি:
খুলনায় প্রথম বারের মত পাইকগাছা থানা মাদক মামলায় গ্রেফতারকৃত আসামীদের ডোপ টেস্ট পরীক্ষার উদ্যোগ নিয়েছেন সেখানকার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী।
জেলাব্যাপী এই প্রথম পাইকগাছা থানায় মাদক মামলায় গ্রেফতারকৃত ৪ আসামীর ডোপ টেস্টের মাধ্যমে এ ব্যবস্থা চালু করা হয়েছে।
সোমবার সকালে আটককৃত ৪ আসামীকে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে একই সাথে তাদের ডোপ টেস্ট পরীক্ষার আদেশ চেয়ে খুলনা সিভিল সার্জন অফিস বা খুমেক হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন ওসি।
থানা পুলিশ জানায়, রবিবার রাত ৯টার দিকে পৌরসভার ৭ ওয়ার্ডের মাছা কাঁটা থেকে মাদক সেবনের অভিযোগে বাতিখালীর সবুজ বিশ্বাস, পলাশ মোড়ল, দবির গাজী ও মেহেদী হাসান নামে ৪ যুবককে আটক করে পুলিশ। এ ঘটনায় এস আই মোস্তাক আহম্মেদ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন, যার নং- ৩৬।
এ বিষয়ে ওসি মোঃ এজাজ শফী মাদক-জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধসহ যে কোন অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।