খাদ্যে ভেজালের বিরুদ্ধে খুলনা জেলা যুব ইউনিয়নের প্রতিবাদ সভা

0
416

খবর বিজ্ঞপ্তি
খাদ্যে ভেজাল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সভা গতকাল শুক্রবার বিকেলে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেনÑসংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জী, যুবনেতা ধীমান বিশ্বাস, এড. খান আজরফ হোসেন মামুন, তুষার বর্মণ, জামাল হোসেন, জামসিদ হাসান জিকু, এড. আরিফা খাতুন, সাগর সরকার, উজ্জ্বল পাল, বাবুল শরীফ বাবু, শেখ মোঃ আব্দুল হালিম, আফজাল হোসেন রাজু, সুজাতুজ্জামান মুন, শুকুর আলী, আজিজুল ইসলাম, উজ্জ্বল বিশ্বাস, ইয়াসিন মিয়া প্রমুখ। বক্তারা বলেন, খাদ্যে ভেজাল দেশের অভ্যন্তরে মহামারী আকার ধারণ করেছে। আইন যা আছে তাও বাস্তবায়ন নেই। দেশের প্রচলিত যে আইন আছে খাদ্যে ভেজাল মেশানোর পরিণামের অপরাধের তুলনায় সাজার পরিমাণ অপ্রতুল। এ ব্যাপারে সরকার, প্রশাসন, সংশ্লিষ্ট দপ্তরসমূহ নিরব। একশ্রেণির অসাধু ব্যবসায়ীদের এহেন ন্যাক্কারজনক প্রাণঘাতি কর্মকা-ে জাতির সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে পড়ছে। বক্তারা এ ব্যাপারে প্রশাসন ও সচেতন সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। প্রতিবাদ সভায় রমযানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে প্রশাসনের উদাসিন ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন।