৪২ লাখ টাকা আত্মসাতের মামলায় ক্রিসেন্ট জুট মিলের টাইম কিপার মিরাজকে কারাগারে প্রেরণ

0
480

নিজস্ব প্রতিবেদক :

ভুয়া শ্রমিক হাজিরার মাধ্যমে প্রায় সাড়ে ৪২ লাখ টাকা আত্মসাতের মামলায় খুলনার ক্রিসেন্ট জুট মিলের টাইম কিপার (সময় রক্ষক) মিরাজ হোসেনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার দুপুরে মহানগর দায়রা জজ শহিদুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। দুদকের পিপি অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ক্রিসেন্ট জুট মিলস্ কোম্পানি লিমিটেডের পাট বিভাগে কর্মরত থাকা অবস্থায় টাইম কিপার মিরাজ হোসেন ২০১২-১৩ অর্থ বছর হতে ২০১৭-১৮ অর্থ বছর পর্যন্ত শ্রমিক হাজিরা খাতায় বদলী শ্রমিকদের নামে ভুয়া হাজিরা ও উৎপাদন দেখিয়ে সর্বমোট ৪২ লাখ ৫৩ হাজার ৮৭৯ টাকা আত্মসাৎ করেন। এছাড়া তিনি ২০১৭-১৮ অর্থ বছরে তার পিতা পাট বিভাগে কর্মরত মো. সরোয়ার হোসেনের নামে ভুয়া হাজিরা ও উৎপাদনের মাধ্যমে ৮২ হাজার ৩৯২ টাকা আত্মসাৎ করেন। মিলের অভ্যন্তরীন তদন্তের পর এ ঘটনায় মিলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) আহমাদ হোসাইন বাদী হয়ে খালিশপুর থানায় মিরাজ হোসেনের বিরুদ্ধে ৪২০/৪০৯ ধারায় মামলা করেন। মামলা নং- ৪৬ (তাং ২৮/০৯/১৮)। পরবর্তীতে দুদক মামলাটি তদন্ত করে। এই মামলায় জামিন নিতে গেলে মিরাজ হোসেনকে কারাগারে প্রেরণ করেন আদালত।