১০০ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কেইউজে’র

0
327
????????????????????????????????????

খবর বিজ্ঞপ্তি: ১০০ পাউন্ডের কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। মঙ্গলবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাব চত্বরে নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাটের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, স্বাধীনতা সাংবাদিক ফোরাম’র সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী, টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাপ্পী খান।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, অমিয় কান্তি পাল, মোজাম্মেল হক হাওলাদার, আহমদ আলী খান, দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, ইউনিয়নের সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর ও মহেন্দ্র নাথ সেন, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা, আসাদুজ্জামান রিয়াজ, এস এম কামাল হোসেন, কৌশিক দে, আওয়ামী লীগ নেতা নব কুমার চক্রবর্তী, শেখ মো. আবু হানিফ, ফয়েজুল ইসলাম টিটো, সাংবাদিক ওয়াহেদ উজ্জামান বুলু, দেবনাথ রণজিৎ কুমার রণো, সাঈদা আক্তার রিনি, সুনীল দাস, তিতাস চক্রবর্তী, দিলীপ বর্মন, শেখ আব্দুল্লাহ, রীতা রানী দাস, শরিফুল ইসলাম বনি, পলাশ দত্ত, প্রবীর বিশ^াস, এম এম মিন্টু, সোহেল মাহমুদ, কাজী ফজলে রাব্বী শান্ত, হাসানুর রহমান তানজির, মেহেদী হাসান, এম ওয়াহিদুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতালেব হোসেন, ছাত্রলীগ নেতা চিশতী নাজমুল বাশার প্রমুখ।
এর আগে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষের শুরুতে খুলনা প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুসহ ’৭৫ এর ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।