হ্যারির মোমের মূর্তি সরানো হলো রানির পাশ থেকে

0
223

খুলনাটাইমস আর্ন্তজাতিক: লন্ডনের বিশ্বখ্যাত মাদাম তুসো জাদুঘরে রাজপরিবারের জন্য নির্ধারিত স্থান থেকেপ্রিন্স হ্যারি এবং মেগান মারকেলের মোমের মূর্তি সরিয়ে দেওয়া হয়েছে। ব্রিটেনের রাজ পরিবারের ‘সিনিয়র’ সদস্যের খেতাব ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মূর্তিগুলো সরিয়ে ফেলা হয়। মূর্তি দুটি মিউজিয়ামের অন্য কোথাও বসানো হবে বলে জানানো হয়েছে। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে রাজপরিবারের সদস্য হওয়ার আগেই লন্ডনে মাদাম তুসোর জাদুঘরে স্থাপন করা হয় মেগান মার্কেলের মূর্তি। রাজপরিবারের অন্যান্য অভিজাত সদস্যদের সঙ্গে প্রিন্স হ্যারির পাশে তার মোমের মূর্তি শোভা পাচ্ছিলো। বুধবার সন্ধ্যায় প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘোষণা করেন, ব্রিটিশ রাজপরিবারের সদস্য বা ‘সিনিয়র রয়্যালস’ এই খেতাব আর ব্যবহার করবেন না তারা। তবে রানি দ্বিতীয় এলিজাবেথের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকবেন। হ্যারির ব্রিটিশ রাজপরিবার ছাড়ার ঘোষণায় দুঃখপ্রকাশ করেছেন ব্রিটেনের রানি এলিজাবেথ। তিনি জানান, এমন সিদ্ধান্তে ব্যাথিত হয়েছেন তিনি। বাকিংহাম প্রাসাদের একটি সূত্র বলছে, হ্যারি-মেগানের এই ঘোষণায় ‘ব্যথিত’ হয়েছেন রানী। রাজপরিবারের কারো সঙ্গে আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। এতে রাজপরিবার হতাশ হয়েছে। বিশ্বব্যাপী জনপ্রিয় ও বিখ্যাত ব্যক্তিত্বদের মোম দিয়ে তৈরি মূর্তির সংগ্রহশালা মাদাম তুসো জাদুঘর। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত মাদাম ম্যারি তুসো নামের এক ফরাসি মহিলা এটি প্রতিষ্ঠা করেন। এই জাদুঘরে ঐতিহাসিকভাবে স্বীকৃত ও রাজকীয় ব্যক্তিত্ব, চলচ্চিত্র তারকা, তারকা খেলোয়াড় থেকে শুরু করে খ্যাতনামা খুনি ব্যক্তিদের মূর্তিও সযত্নে রক্ষিত আছে ।