বারবার ১৪৪ ধারা জারি ক্ষমতার অপব্যবহার: সুপ্রিম কোর্ট

0
258

খুলনাটাইমস আর্ন্তজাতিক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বারবার ১৪৪ ধার জারিকে ক্ষমতার অপব্যবহার বলে মন্তব্য করেছে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। শুক্রবার ঐতিহাসিক এক রায়ে কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্ট বলে, কাশ্মিরে বারবার কেন্দ্রীয় সরকারের জারি করা নিষেধাজ্ঞা সেখানকার বাসিন্দাদের বৈধ বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় একটি বিলও। আর গত ৯ আগস্ট রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয় তা। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়। সুপ্রিম কোর্ট জানায়, ‘মত প্রকাশের স্বাধীনতা কিংবা গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে ১৪৪ ধারা হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। সংবিধান বিভিন্ন ধারার মতকে সুরক্ষা দেয়। জন নিরাপত্তার ওপর সহিংসতার কার্যকরী হুমকি না থাকলে ১৪৪ ধারা জারি করা যাবে না।’ এক্ষেত্রে বারবার ১৪৪ ধারা জারি করা ক্ষমতার অপব্যবহার বলে বিবেচিত হবে বলে জানায় সুপ্রিম কোর্ট। বিচারপতি এনভি রমনা, আর সুভাষ রেডি এবং বিআর গাভাইয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ সরকারের ইন্টারনেটে নিষেধাজ্ঞারও সমালোচনা করেন। তারা বলেন ইন্টারনেট জনগনের মতো প্রকাশের স্বাধীনতার অংশ। রায়ে বলা হয়, ১৪৪ ধারা শুধু জরুরি অবস্থায় ও কোনও সরকারি কর্মীর জীবন বাঁচানোর ক্ষেত্রে জারি করা যেতে পারে। কারণ এই ধারায় সরাসরি জনগণের মৌলিক অধিকার বাধাগ্রস্ত হয়। এমন ক্ষমতা কোনও চিন্তাভাবনা ছাড়াব্যবহার করলে তা মারাত্মকভাবে আইন লঙ্ঘন করে। এই ক্ষমতা দায়িত্বের সঙ্গে ব্যবহার করা উচিত।