স্বপ্নপুরী লেখা প্রতিযোগিতায় লেখা পাঠানোর আহবান

0
250

খবর বিজ্ঞপ্তি:
সমাজের অবহেলিত ও অসহায় এবং পথশিশুদের নীতি-নৈতিকতা ও আদর্শ মানুষ গড়তে খুলনা শহরের রেলওয়ে এলাকায় প্রতিষ্টিত হয়েছে ‘স্বপ্নপুরী’ স্কুল। একটি সুন্দর আগামী গড়ার প্রত্যায় নিয়ে স্কুল প্রতিষ্টার মাত্র কয়েক মাস পেরোতে ই সাধারণ মানুষের হৃদয় জুড়ে সাড়া পড়ে যায় স্কুলটির। হাটি হাটি পা পা করে প্রায় এক বছর হতে চলেছে স্কুলটির। স্বপ্নপুরী তরুন প্রজন্মের মেধা বিকাশে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সৃজনশীল কাজের উদ্যোগ নিয়েছে যার ধারাবাহিকতায় শুরু হতে যাচ্ছে স্বপ্নপুরী লেখা প্রতিযোগিতা।
বিগত দিনে স্বপ্নপুরী নিয়ে আপনাদের নানা অভিজ্ঞতা, অভিমত ও পরামর্শ নিয়ে লেখা পাঠাতে পারেন। লেখা পাঠানোর নিয়মাবলিঃ
১. ২৫০ থেকে ২৫০০ শব্দের ভিতরে লেখা হতে হবে।
২. নির্ভুল বাংলায় লিখতে হবে।
৩.smcsaiful@gmail.com মেইল এ পাঠাতে হবে
৪. ৩০ সেপ্টেম্বরের ভিতরে লেখা পাঠাতে হবে।
নির্বাচিত সকল লেখাই মিডিয়া পার্টনার মধুমতি নিউজ এ প্রকাশিত হবে। এছাড়া নির্বাচিত সেরা লেখাটি পাবে সেরা লেখক এর পুরষ্কার। প্রধান বিচারকের দায়িত্বে থাকবেন খুলনা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দা লুৎফুন নাহার। স্বপ্নপুরী লেখা প্রতিযোগিতার সমন্বয় ও স্বপ্নপুরীর প্রতিষ্ঠাতা
এম সাইফুল ইসলাম বলেন আগামির কর্নধার তরুন প্রজন্মের সৃজনশীলতা বিকাশে এ ধরনের কর্মসূচি নেয়া হয়েছে। তিনি আরও বলেন প্রতিযোগিতায় পাঠানো লেখার মধ্য থেকে বাছাইকৃত লেখা নিয়ে আলাদা বই প্রকাশের পরিকল্পনা রয়েছে।