স্টেজ খুব মিস করছি: কনা

0
217

টাইমস বিনোদন:
করোনকালটা বেশিরভাগ সময় বাসাতেই কাটিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। এই সময়টায় তেমন কোনো কাজ করেননি তিনি। তবে গত প্রায় দেড় মাস ধরেই টুকটাক করে গান শুরু করেছেন এ গায়িকা। সব মিলিয়ে কি অবস্থা? কণা বলেন, ভালো আছি। করোনার কারণে অনেক দিনই বাসায় ছিলাম। তবে এখন কাজ শুরু করছি অল্প অল্প করে। আবার ভয়ও লাগছে। কারণ করোনা তো আর চলে যায়নি। এখনও অনেকে আক্রান্ত হচ্ছেন। মৃত্যুবরণ করছেন। তারপরও ভালো থাকার চেষ্টা করছি। তবে এই কয়েকমাসে একটি বিষয় খুব বেশি মিস করেছি। সেটা কি? কণা উত্তরে বলেন, স্টেজ খুব মিস করছি। স্টেজ প্রোগ্রাম করতে গেলে শ্রোতাদের যে উচ্ছ্বাস, তাদের গানের অনুরোধ- এইসব কিছুই খুব মিস করছি কয়েক মাস ধরে। আসলে সব শিল্পীরাই বিষয়টি অনুধাবন করছেন। কারণ শিল্পীদের অত্যান্ত পছন্দের জায়গা হলো স্টেজ। কিন্তু করোনার কারণে স্টেজ বন্ধ রয়েছে। তবে আমি আশাবাদী নিশ্চয়ই আল্লাহুর রহমতে আবার সব স্বাভাবিক হবে, আবার আমরা স্টেজে ফিরতে পারবো। এই সময়ে অনেক শিল্পী-মিউজিশিয়ানরাতো খারাপ অবস্থায় রয়েছেন? কণা বলেন, অবশ্যই। অনেকে বাজে অবস্থায় দিন পার করছেন। কারণ শিল্পী-মিউজিশিয়ানদের আয়ের বড় উৎস হলো স্টেজ। এটা এত মাস যাবত পুরোপুরি বন্ধ। কবে স্টেজ শো আবার শুরু হবে তার ঠিক ঠিকানা নেই। কারণ করোনা না যাওয়া পর্যন্ত অথবা ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত স্টেজ শুরু হবে কিনা জানা নেই। তাই শিল্পী-মিউজিশিয়ানরা কিন্তু অনিশ্চিত পরিস্থিতির মাঝে রয়েছেন। সবার অবস্থাই করোনায় কম বেশি খারাপ হয়েছে। কিন্তু সংগীতাঙ্গনের ক্ষতি তার ভেতর বেশি হয়েছে। নতুন গান কি করা হচ্ছে? কণা বলেন, সম্প্রতি করোনাকালে বাংলাদেশ পুলিশের কর্মকা- নিয়ে একটি গান করলাম। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত করেছেন হৃদয় খান। আর গানটি গেয়েছি আমি, হৃদয় খান, ইমরান ও এলিটা। এ গান ছাড়াও সম্প্রতি কয়েকটি সিনেমা ও নাটকের গানে কন্ঠ দিয়েছি। এগুলোর সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন, আহমেদ হুমাহূন, শান ও ইমরান। এখন আরো কিছু সিনেমায় গানের ব্যাপারে কথা হচ্ছে। ব্যাটে বলে মিললে করে ফেলবো। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। সংসার কেমন চলছে? কণা বলেন, বেশ ভালো চলছে। আমরা খুব ভালো আছি।এখনও অনেকে আক্রান্ত হচ্ছেন। মৃত্যুবরণ করছেন। তারপরও ভালো থাকার চেষ্টা করছি। তবে এই কয়েকমাসে একটি বিষয় খুব বেশি মিস করেছি। সেটা কি? কণা উত্তরে বলেন, স্টেজ খুব মিস করছি। স্টেজ প্রোগ্রাম করতে গেলে শ্রোতাদের যে উচ্ছ্বাস, তাদের গানের অনুরোধ- এইসব কিছুই খুব মিস করছি কয়েক মাস ধরে। আসলে সব শিল্পীরাই বিষয়টি অনুধাবন করছেন। কারণ শিল্পীদের অত্যান্ত পছন্দের জায়গা হলো স্টেজ। কিন্তু করোনার কারণে স্টেজ বন্ধ রয়েছে। তবে আমি আশাবাদী নিশ্চয়ই আল্লাহুর রহমতে আবার সব স্বাভাবিক হবে, আবার আমরা স্টেজে ফিরতে পারবো। এই সময়ে অনেক শিল্পী-মিউজিশিয়ানরাতো খারাপ অবস্থায় রয়েছেন? কণা বলেন, অবশ্যই। অনেকে বাজে অবস্থায় দিন পার করছেন। কারণ শিল্পী-মিউজিশিয়ানদের আয়ের বড় উৎস হলো স্টেজ। এটা এত মাস যাবত পুরোপুরি বন্ধ। কবে স্টেজ শো আবার শুরু হবে তার ঠিক ঠিকানা নেই। কারণ করোনা না যাওয়া পর্যন্ত অথবা ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত স্টেজ শুরু হবে কিনা জানা নেই। তাই শিল্পী-মিউজিশিয়ানরা কিন্তু অনিশ্চিত পরিস্থিতির মাঝে রয়েছেন। সবার অবস্থাই করোনায় কম বেশি খারাপ হয়েছে। কিন্তু সংগীতাঙ্গনের ক্ষতি তার ভেতর বেশি হয়েছে। নতুন গান কি করা হচ্ছে? কণা বলেন, সম্প্রতি করোনাকালে বাংলাদেশ পুলিশের কর্মকা- নিয়ে একটি গান করলাম। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীত করেছেন হৃদয় খান। আর গানটি গেয়েছি আমি, হৃদয় খান, ইমরান ও এলিটা। এ গান ছাড়াও সম্প্রতি কয়েকটি সিনেমা ও নাটকের গানে কন্ঠ দিয়েছি। এগুলোর সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন, আহমেদ হুমাহূন, শান ও ইমরান। এখন আরো কিছু সিনেমায় গানের ব্যাপারে কথা হচ্ছে। ব্যাটে বলে মিললে করে ফেলবো। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। সংসার কেমন চলছে? কণা বলেন, বেশ ভালো চলছে। আমরা খুব ভালো আছি।