সেতুমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্তের গুজব, খুলনা নগরীতে আটক ১

0
539
ওবায়দুল কাদের এমপিকে জড়িয়ে করোনা ভাইরাস আক্রান্তের গুজব ইউটিউবে প্রকাশ করার অপরাধে নগরীতে একজনকে আটক করা হয়।

খবর বিজ্ঞপ্তি:
কেএমপি ডিবি’র অভিযানে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাস আক্রান্তের গুজব ইউটিউবে প্রকাশ করার অপরাধে একজন আটক হয়েছে।খুলনা মহানগর পুলিশের একটি টিম মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা সদর থানাধীন বাগমারা মেইন রোড, বাড়ী নং-১/ছ (মোঃ হায়দার সাহেবের বাড়ী) এর দক্ষিণ পাশের টিনসেড ঘরের পশ্চিম পাশে রুমের মধ্যে।

অভিযানে হতে মোঃ রুহুল আমিন (২২) আটক হয়। তার পিতা মোঃ নজরুল ইসলাম (মোবাঃ ০১৯১৪-০৬০২৫৫)।বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজৈর এলাকার তাদের বসবাস।

আটক মোঃ রুহুল আমিন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মর্মে ভিডিও ধারণ করে তার নিজের তৈরিকৃত Youtube Channel: Tajtv তে Upload করে, যা সম্পূর্ণ বিভ্রান্তকর ও উষ্কানিমূলক। বর্তমানে মহামারীরুপে ধারণ করা করোনা ভাইরাস সম্পর্কে গুজব সৃষ্টি করার অপরাধে তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।