দোহারে ৪টি স্বর্ণের দোকানে ডাকাতি

0
361

খুলনাটাইমস: ঢাকার দোহারে পাহারাদারদের বেঁধে রেখে চারটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। গত রোববার রাত আনুমানিক ১টার পর উপজেলার জয়পাড়া বাজারের স্বর্ণপট্টির চারটি দোকানে এ ডাকাতি হয় বলে দোহার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানিয়েছেন। ডাকাতির শিকার দোকানগুলো হচ্ছে- জয়পাড়া বাজারের প্রদীপ পালের মালিকানাধীন পবিত্র অলঙ্কার নিকেতন, ইসমাইল হোসেনের হাজী অলঙ্কার বিতান, অখিল পালের শশধর অলঙ্কার নিকেতন ও স্বাধীন অলঙ্কার। ওসি সাজ্জাদ বলেন, মধ্যরাতে সংঘবদ্ধ কয়েকজন ডাকাত জয়পাড়া বাজারের কয়েকজন পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে পর্যায়ক্রমে তারা ওই চারটি স্বর্ণের দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সিন্ধুকের তালা ভেঙে রুপাসহ বেশ কয়েক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নেয়। এ সময় মসজিদের মাইকে ঘোষণা শুনে পুলিশ ও স্থানীয় জনতা এগিয়ে এলে ডাকাত দল বোমা বিস্ফোরণ করে নদী পথে স্পিডবোটে করে পালিয়ে যায় বলে জানান তিনি। তবে কী পরিমাণ স্বর্ণালঙ্কার, রুপা ও টাকা লুট হয়েছে তাৎক্ষণিভাবে নিদিষ্ট করে বলতে না পারলেও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে বলে জানায় পুলিশ।
ইয়াবাসহ দুই যুবক আটক: ঢাকার নবাবগঞ্জে মাদক ইয়াবা বড়িসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। গত রোববার রাতে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নবাবগঞ্জ উপজেলার সদর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- শেরপুর জেলার সদর উপজেলার পাকুরিয়া পূর্বপাড়া গ্রামের মোঃ জুনাব আলীর ছেলে মোঃ লুটু মিয়া (২৫) ও একই উপজেলার পাকুরিয়া বাঁধাপাড়া গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৭)। র‌্যাব-১১ এর মুন্সীগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হযেছে-গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১২৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।