সাধারণ মানুষের ঘরে ঘরে যুবলীগের উপহার পৌছে দেওয়া কর্যক্রম শুরু

0
265

খবর বিজ্ঞপ্তি:
করোনা ভাইরাস সংক্রমনের এই দূর্যোগে সাধারণ মানুষের কাছে যুবলীগের উপহার বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দৌলতপুর শাখা। সোমবার বিকালে দৌলতপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন। এ সময় আরো উপস্থিত ছিলেন, কাজী ইব্রাহীম মার্শাল, মশিউর রহমান সুমন, মেহেদী হাসান মোড়ল, নুরুল ইসলাম মান্দার, আসাদুজ্জামান আসাদ, আরিফ মোড়ল, শেখ আব্দুল আহাদ, আশিকুর রহমান, ইমতিয়াজ রাসেল বাবু, সুমন দাস, সুমন মোল্লা, রাজা মিনা, আবু আসলাম বাপ্পি, বিপ্লব, শিমুল মোড়ল, মাসুদ প্রধান, রকিবুল হাসান, আয়রন, আমিন মুন্সি, সুজন শেখ, মহিউদ্দিন রাজু, হাসিব শিকদার, রুম্মান আহম্মেদ শাওন, বিদ্যুৎ, মিজান, আজিম, সেতু মোড়ল, রাসেল শেখ, বিল্লাল, প্রমুখ। দৌলতপুর থানার বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা তার নিজ নিজ ওয়ার্ডে যুবলীগের এই উপহার বিতরণ করবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে। এ সময় নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের ঘরে ঘরে যেমন শেখ হাসিনার ও যুবলীগের উপহার পৌছে দিতে হবে পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে আমাদের কার্যক্রম শুরু করতে হবে। প্রতিটি নেতা কর্মী তাদের নিজ নিজ এলাকায় মানুষ যাতে নিরাপদ সামাজিক দূরত্ব বজায়ে রেখে নিত্য প্রয়োজনীয় কার্যক্রম করতে পারে সে ব্যাপারে কাজ করতে হবে। এছাড়াও আক্রান্ত এলাকা থেকে কেউ আসলে তাকে চিহ্নিত করে কোয়ারাইন্টেনে রাখতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। এই দূর্যোগে আমাদের প্রত্যেককে এক একজন স্বেচ্ছাসেবী হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে।