ডুমুরিয়ায় হিজড়া বাছাই কার্যক্রমে নানা অনিয়ম : অভিযোগ হিজড়া সম্প্রদায়ের

0
399

এস রফিক:
ডুমুরিয়ায় হিজড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচীর আওতায় বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। গত ৩০ জুলাই আনুষ্ঠানিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাছাই কার্যক্রমে অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেছেন হিজড়া সম্প্রদায়ের অনেকে। তবে প্রকৃত হিজড়া হলে বাছাই তালিকায় তাকে অন্তর্ভুক্ত করা হবে এমনটি জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ মে সমাজসেবা অধিদপ্তর প্রেরিত এক প্রজ্ঞাপনে জানানো হয় সরকার হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও পূনর্বাসনের লক্ষে এক কর্মসূচী গ্রহন করেছে। সে লক্ষে উপজেলা ব্যাপি ব্যাপক প্রচার প্রচারনার মধ্যদিয়ে হিজড়া বাছাই কার্যক্রম শুরু হয়েছে। এ প্রসঙ্গে কথা হয় উপজেলা সমাজসেবা কর্মকর্তা খান আনিচুর রহমানের সাথে। তিনি জানান, হিজড়া বাছাই কমূসূচী অংশ হিসেবে গত ৩০ জুন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাছাই ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বাছাই কমিটির সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডাঃ মিলন কুমার মন্ডল, সদস্য সচিব উপজেলা সমাজসেবা কর্মকর্তা, একজন মনোবিজ্ঞানী শিক্ষক, একজন পুরুষ ও একজন মহিলা নার্স। তিনি আরোও জানান, প্রথম দিনের ওই ক্যাম্পে ১০জন হিজড়া সম্প্রদায়ের সদস্য বাছাই কার্যক্রমে অংশ গ্রহন করে। এরমধ্যে একজন প্রকৃত হিজড়া হিসেবে তালিকা ভুক্ত হয়েছে। এদিকে বাছাই কার্যক্রমে হিজড়া জনগোষ্টীর প্রতি সহানুভ’তিশীল ও সংবেদনশীল থাকার কথা থাকলেও তাদের প্রতি সহানুভূথিশীল আচরন করা হয়নি এমন অভিযোগ করেছেন বাছাই কার্যক্রমে আসা হিজড়া সম্প্রদায়ের অনেক্ইে। এ নিয়ে কথা হয় উপজেলার পাকুড়িয়া এলাকার হিজড়া মহাদেব কন্ডু, নোয়াকাঠী এলাকার লক্ষণ দাস ও বেতাগ্রাম এলাকার শাহিদার সাথে। তারা অভিযোগ করেন বলেন, বাছাই কার্যক্রমে যারা এসেছিলেন তারা সকলেই হিজড়া। তাদের প্রতি ডাক্তার কর্তৃক অবিচার করা হয়েছে। বিভিন্ খোড়া অজুহাত দেখিয়ে ৯জনকে বাদ দিয়ে মাত্র ১জনকে তালিকাভুক্ত করেছে। যা সঠিক নয়। হিজড়াদের আনীত অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বাছাই কমিটির সদস্য সচিব ও সমাজসেবা কর্মকর্তা খান আনিচুর রহমান বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া, প্রয়োজনে তাদের আবারও পরীক্ষা-নিরীক্ষা করে প্রকৃত হিজড়া হলে তালিকাভুক্ত করা হবে