সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ৩৪ হাজার পিস ইয়াবা এবং ট্রাকসহ আটক ২

0
106

নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা জেলার দেবহাটা এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে মধ্য রাতে ব্যাব-৬ এর অভিযানে ৩৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, ২ টি মোবাইল, ২টি সিমকার্ড, ১ টি ৬ চাকার ট্রাক (চাবিসহ) এবং নগদ- ২৮ হাজার ৯শ’ ১২ টাকাসহ ২ মাদক ব্যবসায়িকে গ্রেফতরা হয়েছে।
শুক্রবার (২ ফেব্রæয়ারি) র‌্যাব- ৬, সিপিসি- ১, সাতক্ষীরা ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে সাতক্ষীরা জেলার দেবহাটা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে জানতে পারে। তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া জেলিয়া পাড়া সাকিনন্থ একটি দোতলা বিল্ডিং এর পূর্বে ইট সোলিং রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ৬ চাকার ট্রাকের ইঞ্জিনের মধ্যে হতে ৩৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীরা হচ্ছে, মোঃ হোসেন (৪৫), পিতা- আবু বক্কর সিদ্দিক, বাড়ি নং- ১৯০ হাফেজ আহমদের বাড়ি, রাস্তা নং/নাম- গলিচিপা, ডাকঘর- উল্টর হালিশহর, থানাঃ হালিশহর, জেলা- চট্টগ্রাম এবং মজিব উল্লাহ (৩৫), পিতা- মৃত- জাফর আলী, গ্রাম- উল্টর নোয়াপাড়া, ডাকঘর- টেকনাফ, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার’কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে উক্ত অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।