সাতক্ষীরায় আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার নামে চাঁদার বিষয়ে দেবহাটার ইউএনও’র সতর্কতা জারী

0
170

আব্দুর রব লিটু,দেবহাটা  : দেবহাটায় আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার নামে চাঁদার ফাঁদ পেতেছে একটি চক্র। এ বিষয়ে কেউ যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে জন্য সতর্কতা জারী করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তাছলিমা আক্তার।
রবিবার সন্ধ্যায় ইউএনও দেবহাটার অফিসিয়াল ফেজবুক আইডিতে এ ঘোষনা দিয়ে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার বলেন, চাকরি বা অন্য কোন আর্থিক সুবিধা পাইয়ে দেবে বলে কিছু প্রতারক চক্র উপজেলা নির্বাহী অফিসার দেবহাটার নাম ব্যবহার করছে মর্মে অভিযোগ পাওয়া গিয়েছে। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ”সরকারি সুবিধা বা সেবার জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি রয়েছে যা নির্দিষ্ট কোড / ডি সি আর রশিদের মাধ্যমে আদায় করা হয়। আদায়কৃত সকল অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়। আপনারা সচেতন হোন। কেউ টাকা চেয়ে ফোন দিলে যাচাই করুন। প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল মোবাইল নম্বরে যোগাযোগ করুন। সর্বোপরি এরূপ আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ রইল।